মাগুরায় শেখ মুজিবের মুরাল ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা শহরের স্টেডিয়াম গেইটে নির্মিত শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙ্গে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
আজ বেলা ১২টার সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাগুরা স্টেডিয়াম গেট সংলগ্ন এলাকায় নির্মিত শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে। এ সময় তারা নেচে-গেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের চিহ্ন এই দেশ থেকে চিরতরে মুছে দেবেন বলে ঘোষণা দেন । পরবর্তীতে এই সকল স্থানে মাগুরার আগস্টে নিহত শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার দাবি জানান তারা।