মাগুরায় প্লাস্টিক কালেকশন বুথ উদ্বোধন
মো : সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
তারুণ্যের উৎসব উপলক্ষে ‘প্লাস্টিক,পলিথিন দিন, উপহার নিন’ কার্যক্রম শুরু হয়েছে।
প্লাস্টিক পলিথিন দিন উপহার নিন” এই প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিক কালেকশন বুথ চালু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খুলনা কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. আব্দুল কাদের।
এসময় প্রধান অতিথি বলেন যে, এ কার্যক্রমের মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন জমা নেওয়ার পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা পৌরসভার এ উদ্যোগ পরিবেশ রক্ষায় তরুণ সমাজের অংশগ্রহণ এবং সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।