মাগুরা বেরইল-পলিতায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক জনকে কুপিয়ে হত্যা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত। নিহত ব্যাক্তি হল ডহর সিংড়া গ্রামের বিএনপি নেতা সাবেক মেম্বার মোঃ আকবর শেখের পুত্র শফিকুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর ২টার সময় ইউপি চেয়ারম্যান রাজা মিয়ার গ্রুপের সাথে আকবার শেখের গ্রুপের সামাজিকতার বিরোধের জেরে শফিকুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় প্রতিপক্ষ একটি সেলুনের ভেতর থেকে টেনেহেঁচড়ে ধারালো অস্ত্রধারা একটি পা শরীর থেকে বিছিন্ন করে, আরেক পায়ে ও হাতে কোপ দেয় ঘটনাস্থলেই মারা যায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শরিফুল ইসলামের ছোট ভাই ইমরুল শেখ সাংবাদিকদের জানান, দুপুর একটার দিকে মোস্তাক গাজী, সাগর গাজী, তুফান গাজী, মাজহার গাজী, ঈশান মোল্লা, মনির ডাকাত, রাজা মেম্বরসহ আরও অনেকে রাজা চেয়ারম্যানের নেতৃত্বে আমার ভাইকে সেলুন থেকে বের করে কুপিয়ে হত্যা করেছে। তাদের সাথে আমাদের কোন শত্রুতা ছিল না। তাদের সাথে আমাদের সামাজিক দল ভিন্ন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা সংগঠিত হয়েছে। লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।