1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ রাউন্ড ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ রাউন্ড ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার

আটক ৫

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা

‎মাগুরায় ১০০ রাউন্ড পয়েন্ট ২২ রাইফেলের গুলি উদ্ধার ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে পারনান্দুয়ালী মুন্সিপাড়া গ্রমাস্থ জাকারিয়া কবির কামাল এর বাসার ভিতরের রুমের মধ্যে থেকে ১০০ রাউন্ড এ্যামো তাজা পিস্তলের গুলি, একটি শর্ট গানের টেনিস্কোপ স্মাইপার, ৫টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান।

‎তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। তাদেরকে রাতেই আমরা থানা হাজতে প্রেরণ করেছি। আমাদের সাথে সেনাবাহিনীসহ ছিলেন র‍্যাব ও পুলিশের সদস্যরা।’

‎আটককৃতরা হলেন, মাগুরা পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০),কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল(২১)। তাদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সি পাড়ায়।

‎এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, মাগুরা থানায় রাতেই আটককৃতদেরকে যৌথবাহিনী হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং