মাগুরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন হয়েছে মাগুরায়।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে মাগুরাতে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ জিয়ারুল ইসলাম, এজিএম (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ আমিনুর ইসলাম ছাড়াও এ. কে. আলকমা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কুদ্দুস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাগুরার ডিলার মোঃ আব্দুল কুদ্দুস বলেন,
দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ।
কোম্পানির ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ জিয়ারুল ইসলাম বলেন,’ঢালাই স্পেশাল সিমেন্ট, হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর। তিনি আরো বলেন এ সিমেন্ট দিয়ে ঢালায়ের প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। র্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।৮০ – ৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।