1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

মাগুরায় এসি আই মটরস সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা  :

জমি চাষের ডক্টর সোনালীকা ট্রাক্টর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় এসি আই মটরস সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২২ অক্টোবর সকাল ১০ টার সময়ে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ি গ্রামের বিশ্বাসপাড়ায় সোনালীকা ডে এর মেলা ও মতবিনিময় আলোচনা সভা করা হয়।

এসিআই মটরস সোনালী ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিলার, নেটওয়ার্ক পাটনার, ট্রাক্টর কাস্টমার ও ড্রাইভার। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, এসিআই মটরস এর টেরিটরি ম্যানেজার মোঃ মাহাবুবুজ্জামান অভি, এটিএম মোস্তাফিজুর রহমান, টেরিটরি ম্যানেজার সার্ভিস ( গোপালগঞ্জ, মাগুরা ও ফরিদপুর) মোঃ সিফাত খান। এছাড়াও উপস্থিত ছিলেন, মাকেটিং অফিসার, রিকভারি অফিসার, সার্ভিস সুপারভাইজার ও টিএসএফ সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মাগুরা সরকারি মহিলা কলেজের লেকচার মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফর ট্রেডার্স সত্বাধিকারী মোঃ আবু জাফর মোল্লা, ডাঃ মনিরুল ইসলাম, সাইফুজ্জামান টোকন সহ প্রমুখ।
সোনালীকা ডে বার্ষিক সার্ভিস অনুষ্ঠান মেলায় ছিলো রেজিষ্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান ও এক্সচেঞ্জ বুথ, টি এন্ড ফুড স্টল, ডিজিটাল বুথ, স্পেয়ার পার্টস বিক্রয় বুথ ও হেলথ চেকআপ বুথ স্টল ছিলো। এসি আই মটরস বিশেষ সম্মামনা পুরস্কার সোনালীকা বন্ধু মালাইনগর গ্রামের সুমন আলী, বেস্ট ট্রাক্টর মেইনটেইন শাহজাহান, উদ্যোক্তার গল্প ১ম রুবেল, ২য় আনসার ও ৩য় শাহজাহান, খেলাধুলা প্রদর্শনী ঝুড়িতে বল নিক্ষেপ মুরাদ ১ম, ভিতর বাহির খেলায় ১ম আলকাবা ও র‍্যাফেল ড্র সাব্বির, আমিন ও রমজান।
হেলথ চেকআপ বুথে সেবা দেন শারমিন, ইতি খাতুন ও তমালিসা পারভীন তমা।
অনুষ্ঠানে সভাপতি টেরিটরি ম্যানেজার মোঃ মাহবুবুজ্জামান অভি বলেন, দক্ষিণ বঙ্গে সোনালীকা ট্রাক্টর ৬৫-৭০% বিক্রিত হয়েছে। আমন মৌসুমকে সামনে রেখে কৃষকরা যেন স্বাচ্ছন্দ্য তাদের ট্রাক্টরটি ব্যবহার করার ফ্রী সার্ভিসং এর ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথি মাগুরা সরকারি মহিলা কলেজ এর লেকচার মোঃ মাসুদুর রহমান বলেন, এসিআই মটরস এর সোনালীকা ট্রাক্টর খুবই ভালো ট্রাক্টর এবং চাষীরা এই ট্রাক্টর জমিতে ব্যবহার করে ফসলের উন্নত চাষাবাদ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং