1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

শুভেচ্ছা ও সম্প্রীতির মিলনমেলা: মাগুরায় ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

শুভেচ্ছা ও সম্প্রীতির মিলনমেলা: মাগুরায় ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
আজ ১ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল দশটায় মাগুরায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এজি একাডেমি স্কুল চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আলমগীর বিশ্বাস, সাবেক মাগুরা জেলা আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য, এবং মাসুদ আলম, সাবেক মাগুরা জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার আমীর অধ্যাপক এম. বি. বাকের। অতিথিরা তাঁদের বক্তব্যে ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অন
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং