শহীদ সেলিম রাশেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন
আজ ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ মাগুরা সদর উপজেলার শিবরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ সেলিম রাশেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, এই আয়োজন আমাদের যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের একত্রিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাস্থ্যকর সামাজিক পরিবেশ গড়ে তোলার আহবান জানান তিনি।