মাগুরা হাসপাতালে রোগীদের জন্য হুইলচেয়ার উপহার দিলেন রবিউল ইসলাম নয়ন
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চলাচলে সহায়তার জন্য একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌর যুবদলের সদস্য সচিব খান মাহবুবুর রহমান শান্তি ও পৌর কৃষকদলের আহ্বায়ক রিপন আকাশ অপু
উপস্থিত হয়ে রবিউল ইসলাম নয়নের পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে হুইলচেয়ারটি হস্তান্তর করেন।
এই মানবিক উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিউল ইসলাম নয়ন মুঠোফোনে বলেন, রোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমার এই সামান্য উক্ত উদ্যোগ।