1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন- সমাবেশ করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন- সমাবেশ করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার র্সবস্তরের জনগন ও শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান,
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহবায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো: হুসাইন, জেলা লোক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হুমায়ন ইবনে বাবর, মাগুরা মেডিকেলের ইর্ন্টান চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, শেষ বর্ষের ছাত্র নঈমুল হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন। এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণ-স্বাক্ষর নেয়া হয়। মানববন্ধন-সমাবেশ শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা মেডিকেল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে একটি স্বার্থন্বের্ষী মহল চক্রান্ত করছে। যা মাগুরাবাসি কখনো মেনে নেবে না। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
বক্তারা আরো বলেন গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অব্যহত রয়েছে। ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস শেষ করে ইর্ন্টাণ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে। ঠিক সেই সময় মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ষড়যন্ত্রকারিদের বলতে চাই মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দেবে মাগুরার সাধারণ জনতা। মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং