1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

মাগুরা শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট

মহাসিন মোল্লা শ্রীপুর প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মাগুরা শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট
মহাসিন মোল্লা শ্রীপুর প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় প্রতিবেশীেরা বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় চম্পা বেগম নামে এক অসহায় মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার আমলসার ইউনিয়নের হাট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চম্পা বেগমের ভাসুর কছির উদ্দিন জানান, আমাদের জায়গা দিয়েই তারা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। আমরা তাদের চলাচলের জায়গা রেখেই নতুন ঘর নির্মাণ করছিল। তারা জোরপূর্বক চলাচলের জন্য বড় রাস্তা চাই। না দেওয়ায় এ কাজে তারা বাঁধা দেয়। আজ ভোর সকালে লুৎফর মোল্যা, কামরুল ইসলাম, তারিক মোল্যা, রফিক মোল্যা, তাফসির মোল্যা, শুকুর মোল্যা, তমসেল মোল্যা, সোনা মোল্যা, আতিক মোল্যা, শাওন মোল্যাসহ ৩০ থেকে ৪০ জন আমার ছোট ভাই মৃত মফিজুর রহমানের স্ত্রী চম্পা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে কামরুল ইসলাম জানান, আমার চাচাতো ভাই দীর্ঘ ৪০ বছর ধরে ওখানে বসবাস করে আসছে। ওই বাড়িতে চলাচলের জন্য পথ দাবি করে আসছে। কিন্তু তারা কারো কথা মানছেই চাই না। পথের জন্য আমাদের লোকজন আজ তাদের নতুন নির্মাণ ঘরের কিছু অংশ ভেঙে দিয়েছে। তাছাড়া লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং