"আত্মকর্মসংস্থান সৃজন এবং পলিথিনের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ":
শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে "আত্মকর্মসংস্থান সৃজন এবং পলিথিনের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যুব মহিলাদের প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং পরিবেশবান্ধব পলিথিনের বিকল্প উপকরণের ব্যবহার বাড়ানো। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে, যা তাদের স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করবে।