প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৮:২৪ পি.এম
মাগুরা থিয়েটার ইউনিট ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
মাগুরা থিয়েটার ইউনিট ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি : র্যালী ,আলোচনা ও কেককাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। বুধবার বিকালে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী শহরে বের হয়।

র্যালী শেষে মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান। বক্তব্য রাখেন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান ,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,সিনিয়র নাট্যকর্মী শাহিন আলম তুহিন, থিয়েটার ইউনিটের সদস্য রিয়াজ পারভেজ রানা ও আশিকুল ইসলাম মুসা প্রমুখ। উল্লেখ্য,থিয়েটার ইউনিট মাগুরা ১৯৯৬ সালে ১ জানুয়ারী ১১ জন নবীন সদস্য নিয়ে যাত্রা করে। বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্তর্ভূক্ত এ দলটি জেলা ও জেলার বাইরে পথ নাটক ও মঞ্চ নাটক মঞ্চস্থ করে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে। তাছাড়া এ সংগঠনটি সদস্যদের নাটকের কর্ম দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মশালা ও বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত