1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

মাগুরা জেলা প্রশাসনের কাছে দোরান নগর এলাকাবাসী পক্ষ থেকে রাস্তার নামকরণে (ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল) স্মারকলিপি প্রদান

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রশাসনের কাছে দোরান নগর এলাকাবাসী পক্ষ থেকে রাস্তার নামকরণে (ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল) স্মারকলিপি প্রদান

 

মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি

 

আজ ২ (ডিসেম্বর) সোমবার দুপুর ২ টায় ০৮ নং ওয়ার্ডের দোরান নগর এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দোরান নগর এলাকাবাসীর পক্ষ থেকে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল এর আর্থিক সহযোগিতায় ও গ্রামবাসীর স্বেচ্ছা শ্রমে ২০২০ সাল হতে নদী ভাঙ্গন প্রতিরোধে সিমেন্টের পিলার দিয়ে নদী শাসনের শুরু কাজ শুরু করা হয়েছে যা এখনো চলমান। এছাড়া ২০২১ সালে দোরান নগর গ্রামের পশ্চিম পাড়া কমল বারুরির বাড়ি হতে মধ্য পাড়া রামকুমারের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার কাঁচা রাস্তা করা হয়েছে যার বৃহৎ অংশের আর্থিক সহযোগিতা করেছেন

ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল এর পরিবার এবং ২০২৪ সালে দোরান নগর গ্রামের মধ্য পাড়া রামকুমারের বাড়ি হতে গ্রামের পূর্ব পাড়া বিনয় বিশ্বাসের বাড়ি পর্যন্ত আনুমানিক ৫০০ মিটার কাঁচা রাস্তা করা হয়েছে যার পুরো আর্থিক সহযোগিতা করেছেন ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল। চলতি বছর দোরান নগর গ্রামের দক্ষিণ প্রান্ত হতে বিষ্ণুপুর গ্রামের কিছু অংশ পর্যন্ত মানুষের চলাচলের সুবিধার জন্য ২৫ টি এবং নাকোল পুলিশ ফারিতে ২ টি সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে যার পুরো আর্থিক সহযোগিতা করেছেন ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল। এছারাও গ্রামের অবহেলিত শিশু-কিশোরদের বিনোদনের জন্য ওনার মায়ের নামে একটি পার্ক নির্মাণ করেছেন এবং ওনার পিতার নামে একটি গ্রন্থাগার করে দিয়েছেন যেখানে বর্তমানে একটি ধর্মীয় স্কুলের কার্যক্রম চলছে। চলতি বছর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ৪০ টি স্কুল ব্যাগ দিয়েছেন। এছাড়া বিগত ১৮ বছর ধরে ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল বিভিন্ন উৎসবে যখন বাড়িতে আসেন তখন এলাকার মানুষের ফ্রী চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং ওনার বিভিন্ন চেম্বারে গরিব মানুষের জন্য ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন। গ্রামীণ অবহেলিত মানুষের জন্য উন্নয়ন মূলক কাজের স্বীকৃতি স্বরূপ ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল ২০২৪ সালে মাগুরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে এ্যাওয়ার্ড পেয়েছেন। গ্রামের মানুষের এতগুলো উন্নয়ন মূলক কাজের জন্য আমরা এলাকাবাসীর পক্ষ হতে দোরান নগর গ্রামের দক্ষিণ প্রান্ত হতে গ্রামের পূর্ব প্রান্তের খেয়াঘাট পর্যন্ত রাস্তার নামকরন ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল সড়ক করেছি। কিন্তু একটি কুচক্রি ও সমাজের উন্নয়ন বিরোধী মহল ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল এর নামে বিভ্রান্তি ছড়াচ্ছে যা আমরা দোরান নগর গ্রামবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এসকল উন্নয়ন বিরোধী ব্যাক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

 

এলাকা বেশির পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করে গ্রামবাসীর দাবী অনুযায়ী উক্ত রাস্তার নামকরন ডাঃ পঙ্কজ কান্তি মণ্ডল সড়ক করার জন্য আপনার সদয় আজ্ঞা মর্জিহয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং