মাগুরা জেলা পরিবেশক সমিতি'র পক্ষ থেকে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে মাগুরা জেলা পরিবেশক সমিতি।
৮ ই জানুয়ারি বুধবার দুপুরে সৈয়দ মার্কেট চৌরঙ্গীমোড় মাগুরা জেলা পরিবেশক অস্থায়ী কার্যালয়ে তিন শতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক:শরীফ শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মাগুরা জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ মনজুরুল আলম মুরাদ, সহ-সভাপতি:তুষার কুমার দত্ত,
সনাতন কুমার পাল,কল্যাণ কুমার ঘোষ,অপূর্ব কুমার সাহা সহ মাগুরা পরিবেশক সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
তারা জানান, আগামীতেও এভাবে অসহায় মানুষের পাশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দাঁড়াবেন।