তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা জেলার শালিখা উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মো: অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা সঠিকভাবে মত প্রকাশের কৌশল আয়ত্ত করে এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করে। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং সমাজের বিভিন্ন বিষয়ের প্রতি সচেতনতা বাড়ায়।