৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫:
সরকারি কর্মচারী এবং তাদের সন্তানদের জন্য আয়োজিত ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয় চত্ত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পারফরম্যান্স, নানা রকম ক্রীড়া ইভেন্টের চমৎকার আয়োজন এবং অভিভাবকদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসন, মাগুরার পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিটি শিশু, তাদের অভিভাবক, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।