মাগুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
শুক্রবার সকাল ১০টায় মাগুরার শালিখার আড়পাড়া হাই স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার এপিএস শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরন করেন ।
উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমোতাজ,
শালিখা থানা অফিসার ইনচার্জ অলি মিয়া,উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন,
আড়পাড়া সরকারী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খায়রুজ্জামান,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহীদ,নয়নুজ্জামান নয়ন,শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান,যুব দলের নেতা তোয়েব আলী,আড়পাড়া বাজারের সভাপতি সুবাস রায়,আইডিয়াল সংস্থার ফিরোজ হোসেন,শালিখার ছাত্র প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব,শাকিল, ইব্রাহীম,মোঃ নাসিম,সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেনের বন্ধু অনিক,মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ নিয়াজ,হাসিব হুসাইন,রাতুল হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতসহ ছাত্র সমন্বায়কদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।