মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় দিকে ভায়না মোড় বিজয় চত্ত্বরে গণ জমায়েত এবং বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্রজনতা।
এসময় গণ জমায়েত ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্রজনতার পক্ষে ছাত্র প্রতিনিধি সেলিম মাস্টার, মো. মতিন, মো. তাওহিদ, মো. সেলিম, মো. হামিদ, মো. শাওন, আজিজুর রহমান, মো. মাহাদি, মো. হানিফ, মো. মিনহাজ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। হাসিনাসহ তার দোসরদের পুনর্বাসন করতে দেয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করায় ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে। অন্যথায় এদেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মতো আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করবে বলে জানান আয়োজকরা