মাগুরায় ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও ৩,১১,০০০ টাকা ছিনতাই: থানায় অভিযোগ
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় একটি গ্যাস পাম্পে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মার্চ ২০২৫) বেলা আনুমানিক ২টা ২০ মিনিটে, মাগুরা-যশোর সড়কের বড়খড়ি গ্রামে মনির এলপিজি পাম্পে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাকারিয়া রহমান (সাং- জজকোর্টপাড়া, থানা-মাগুরা সদর), যিনি ওমেরা গ্যাস কোম্পানির জেলা ডিলার, থানায় লিখিত অভিযোগে জানান, তিনি তার প্রাইভেটকারে করে দুই সহযোগীকে নিয়ে গ্যাস সংগ্রহের জন্য উক্ত পাম্পে গেলে আসামি রুবেল মোল্যা (২৮), আলামিন মোল্যা (২৫), নাসির মোল্যা (৩৩), রেন্টু মোল্যা (৪৮), সাইফুল (২৮) ও অজ্ঞাত আরও ৭-৮ জন অতর্কিতভাবে হামলা চালায়।
আসামিরা চাপাতি, লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে ব্যবসায়ী জাকারিয়াকে মারধর করে এবং ৩,১১,০০০/- টাকা, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি ছিনিয়ে নেয়। একই সাথে তার গাড়ির জানালার গ্লাস ভেঙে প্রায় ৫০,০০০/- টাকার ক্ষতি করে। অভিযোগে বলা হয়, আসামি রুবেল মোল্যা পিস্তল বের করে হত্যার হুমকি দেয়।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাকারিয়া রহমান মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং সুস্থ হয়ে থানায় অভিযোগ করেন।
এই বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পে অভিযোগ জানানো হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।