1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

মাগুরায় বিপুল পরিমাণ নকল কীটনাশক উদ্ধার 

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় চলছে বরো ধান রোপনের মৌসুম। আর ধান চাষ মানেই বিভিন্ন ধরনের সার, কীটনাশক, ভিটামিনসহ নানা ধরনের কৃষি পণ্যের প্রয়োজন হয়। সরকারের কাছ থেকে গুটিকয়েক কৃষক প্রণোদনা পেলেও সিংহভাগ কৃষককে বিভিন্ন কৃষি পণ্য ও উপকরণ বাজারের বিভিন্ন ডিলারদের কাছ থেকে কিনতে হয়। আর এই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে বিভিন্ন কোম্পানির সঙ্গে আতাত করে নকল কৃষিপণ্য সহজ-সরল কৃষকদের কাছে বিক্রি করে তারা যেমন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ অপরদিকে চরমভাবে প্রতারিত হচ্ছে নিরীহ কৃষকরা।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকার মো: আলী আজগার খান পরিচালিত  মেসার্স খান ট্রেডার্স এ  সার ও  কীটনাশক বিক্রয় করা হয়। তারই  কীটনাশকের দোকানে বিপুল পরিমাণ (প্রায় ৭-৮টন) সেনজেনটা কোম্পানির নকল ও ভেজাল  কীটনাশক, বালাইনাশক  ( থিয়োভিট,  গ্রোজিন, সিবিক্রন ) পণ্য মজুদ রাখার খবর পায় সেনজেনটা কোম্পানি ।

খবর পেয়ে সেনজেনটা কোম্পানির একটি টিম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক মোহা: সজল আহম্মেদ এবং পুলিশ সদস্যসহ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ) বিকালে মেসার্স খান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে বিপুল পরিমান নকল ও ভেজাল সেনজেনটা কোম্পানির কিটনাশাক পাওয়া যায়। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ দেখে দোকান মালিক পালিয়ে যায়। পরে দোকান মালিক মো: আলী আজগার খানের বাড়িতে অভিযান চালালে সেখানে প্রায় ৭ থেকে ৮ টন ভেজাল ও নকল কীটনাশক তৈরি সরঞ্জাম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা। প্রাথমিকভাবে মেসার্স খান ট্রেডার্স বন্ধ করে দেওয়া হয় এবং নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জাম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক মোহা: সজল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান প্রচারণা করে বিপুল পরিমাণ নকল ও ভেজাল কীটনাশক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দোকান মালিক পালিয়ে যাওয়ায় কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। জানা গেছে দোকান মালিক মো: আলী আজগার খান এর আগেও ভেজাল ও নকল কীটনাশক বিক্রয়ের দায়ে জেল খেটেছে।
আমরা আশা করছি আগামীতে দোষীদের হাতেনাতে ধরতে পারলে আইনের আওতায় আনা সম্ভব  হবে।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন মেজর জামাল হায়দার কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার সেনজেনটা, সিরাজুল ইসলাম সিনজেনটা যশোরের প্রাডাক্ট সিকিউরিটি ম্যানেজার ও শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং