প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৮:০৪ পি.এম
মাগুরায় বিএমএর অভিষেক ও চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত
মাগুরায় বিএমএর অভিষেক ও চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা

বিএমএ মাগুরা শাখার নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও চিকিৎসকদের মিলন মেলা বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বিএমএ মাগুরা শাখার সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আলিমুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০০ শয্যা বিশিষ্ঠ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ রবিউল ইসলাম, মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা ২৫০ শয়্যা বিশিষ্ঠ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহীল কাফি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর এক্সিকিউটিভ ডাঃ মোহাম্মদ সাকিবুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিএমএ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল হাই।

ডাঃ মাসুদুল হক, ডাঃ জয়ন্ত কুমার কুন্ডু, ফরিদপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ শাহজাদ সেলিম,মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত শতাধীক চিকিৎসক উপস্থিত ছিলেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত