মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোজসজ্জায় সজ্জিত জমকালো আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পালন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
“এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে” এই শ্লোগানে মাগুরায় (৩ এপ্রিল ২০২৫)অনুষ্ঠিত হলো শহরের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে রেলি ও অন্যান্য আয়োজনে মুখরিত হয়ে পড়ে পুরো শহর। ঈদের ছুটিতে হাজারো প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নানা আয়োজনে শহর পরিণত হয় উৎসবের নগরে। বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন আর আলোকসজ্জার ব্যাপক আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি ছিল চোখে পড়ার মত। বিশাল বিশাল বিলবোর্ডে তুলে ধরা হয় শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্য। বুধবার থেকেই পতাকা উত্তোলন, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, বর্ণাঢ্য রেলি আর স্মৃতি রোমান্থনে মেতে ওঠে বিদ্যালয়ের বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীরা। সবাই একই রঙের গেঞ্জি ও টুপি পরে অংশ নেয় বণ্যাঢ্য র্যালীতে। সারাদিন গল্প,আড্ডা আর পুরানো দিনের স্মৃতির মুখরিত হয় বন্ধুদের ভালোবাসায়। আয়োজক কমিটির প্রধান আহসান হাবীব কিশোর, জানান, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তিকে সামনে রেখে এক মাস আগে থেকে কাজ শুরু করা হয় ব্যাপক প্রস্তুতি।
মাগুরা শহরজুড়ে মনোমুগ্ধকর আলোজসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রঙের গেট,ফেস্টুন ও বাহারী রঙের আল্পনা করা হয়েছে। এ উৎসবে প্রায় ৪ হাজার বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ৩ এপ্রিল সকাল ৭টা থেকে রেজিস্ট্রশন কৃত শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি, টুপি ও খাবারের টোকেন বিতরণ করা হয়। সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,সকাল ৯টা ১৫ মিমিটে বর্ণাঢ্য র্যালী, সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন,সকাল ১১টায় শ্রদ্ধেয় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে গণঅভ্যথ্থানে মাগুরার ১০ শহীদদের স্বজনদের মাঝে সম্মাননা ,দুপুর ১২টা থেকে বিরতীহীন আড্ডা,ফটোসেশন, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সন্ধ্যায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম মঞ্জু বলেন,১৭০ বছর পূর্তি উপলক্ষে নেয়া সকল কর্মসুচি সফলভাবে বাস্তবায়ন করা হবে। ৩ এপ্রিল এ উৎসবে এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীরা মিলিত হয়েছে। পরিনত হয়েছে নতুন পুরাতন ছাত্রদের মিলন মেলায়। সারাদিন বিরাজ করবে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন এলাকা থেকে এ মিলন মেলায় অংশ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্ররা।
এরপর বিকাল ৫ টায় র্যফেল ড্র অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।