মাগুরায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে এ কর্মসূচির সূচনা হয়।
জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আমীর অধ্যাপক এম বি বাকের। সঞ্চালনায় ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে মাগুরা জেলার সর্বস্তরের জনগণের আয়োজনে একটি ব্যানারে সকাল ১১ টায় দখলদারীর শেষ চাই, ফিলিস্তিনে শান্তি চাই।বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদ ও আহুত কর্মসূচী সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বের হয়ে চৌরঙ্গীর মোড় হয়ে ভায়নার মোড় গিয়ে শেষ করেন।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং দেশের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।