মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ”এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে
রবিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত, সেমিনারে মাগুরা জেলা প্রশাসকের সভাপতিত্বে মোঃ অহিদুল ইসলাম সভাপতিত্বে নিরাপদ খাদ্য বাস্তবায়নে নানা সুপারিশ তুলে ধরে আলোচনা করেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো: মাহবুবুল হক,সিভিল সার্জন শামীম কবির,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)এ.এস.এম মুক্তারুজ্জামান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গন সচেতনতা সৃষ্টির পাশা-পাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, জেলা কার্যালয়, মাগুরা আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ প্রায় ১০০ জন হোটেল , বেকারি,পোল্ট্রি, মাছ ব্যবসায়ী ও মধু চাষী উপস্থিত ছিলেন।