মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৮ তম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এ র্যালি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির এম বি বাকের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, মাগুরা জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন আশিক, সেক্রেটারি জুবায়ের হোসাইন সহ জেলার হাজার হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।