মাগুরায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস উদযাপন
মাগুরায় তুলার সথে সবজি মসলা ডাল ও অন্যান্য ফসলের চাষ কর্মসূচির অর্থায়নে রবিচ দুপুরে বারইপাড়া তুলার ক্ষেতে মাঠ দিবস উদযাপন হয়েছে।
ঝিনাইদহ জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার রয়ের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড.মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শৈলকূপা কটন ইউনিট কর্মকর্তা মহানন্দ সমাদ্দার।
শ্রীপুর কটন ইউনিট কর্মকর্তা চামেলী খাতুনের সঞ্চালনায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নয়াবুল ইসলাম ,মোঃ সবদুল বিশ্বাস,মোঃ হাশেম আলী।
মাঠ দিবসে শ্রীপুর কটন ইউনিটের ৪০জন কৃষক অংশ গ্রহন করেন।
চলতি বছরে শ্রীপুর ইউনিটে ২৮০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে বলে জানা গেছে।