তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা জেলা স্টেডিয়ামে, মাগুরায় পুরুষদের ৯টি এবং মহিলাদের ৭টি ইভেন্ট নিয়ে আয়োজিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; জেলা ক্রীড়া অফিসারসহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তে তারুণ্যের প্রাণচাঞ্চল্য, উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস, প্রতিযোগীদের অদম্য মনোবল এবং পুরো আয়োজনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।