মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃসাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীরও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ড, অধ্যাপক আলমগীর বিশ্বাস।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
প্রধান অতিথির ড.আলমগীর বিশ্বাস তাঁর বক্তব্যে এক পর্যায়ে জানান- আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের জন্য জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও ২ নং আসনের জন্য বর্তমান জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে মনোনীত করা হয়েছে।
ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় একশত সাংবাদিক উপস্থিত ছিলেন।