1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
মাগুরায় জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা
মো:সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি : “নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষে হয়। পরে জেলা কালেক্টরেট মাঠে আলোচনা সভায়  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাকির হোসেন সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আব্দুল কাদের,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দূল আওয়াল,জেলা তথ্য অফিসার পাভেল দাস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মমর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬টি জটিল রোগে আক্তান্ত  সদরের ১২টি দরিদ্র পরিবারের মাঝে ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। তাছাড়া ওয়াকাথনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । শেষে সুধীজনদের নিয়ে মুক্ত আড্ডা অংশ নেয় অতিথিরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং