প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১১:৫৩ এ.এম
মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর ) সকাল ১১ টায় শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মকাণ্ড শুরু হয়। পরে অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় বাদ্যযন্ত্রের সাথে কয়েকশত নেতাকর্মী অংশ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের ঢাকার রোড ঘুরে পারনান্দুয়ালী গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কৃষক দলের আহব্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান। সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। আলোচনাসভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত