মাগুরায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলার আওতাধীন কলেজ ছাত্রদলের সদস্য ফরম বিতরণের শুভ উদ্বোধন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
আজ ১৮ ই ফেব্রুয়ারি তারিখ বিকালে মাগুরা শহরস্থ আতরআলী গ্রন্থাগার প্রাঙ্গনে মাগুরা জেলার সদর উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে মাগুরা জেলার আওতাধীন বিভিন্ন কলেজ সমূহের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ০৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি ছাত্রদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন করেন।
সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্রদল আব্দুর রহিমের সভাপতিত্বে,সাবেক সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্রদল এস এম আবু তাহের সবুজের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল মোঃ আনোয়ার পারভেজ,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল সরকার জসিমউদদীন সম্রাট,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল নূর এ আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন। মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাজমুল হাসান লিটন ,
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ
কুতুব উদ্দিন কুতুব , মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন ,মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা যুবদলের সিনিয়ার সহ সভাপতি মোঃ শহীদুল ইসলাম রুপক ,মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবীর, আহবায়ক ,মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, টিপু সুলতান , সদস্য সচিব, জুলফিকার আলী, আহবায়ক, আর্দশ ডিগ্রি কলেজ ছাত্রদল, তুষার মাহমুদ,সদস্য সচিব
মেহেদী হাসান প্রান্ত,সহ মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে কলেজ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আনোয়ার পারভেজ বলেন নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদলের এই সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি সরকার জসিমউদদীন সম্রাট,
বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহিম বলেন, ছাত্রদল ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কর্মসূচি গ্রহণ করবে।
সদস্য ফরম বিতরণের মাধ্যমে ছাত্রদলে নতুন সদস্য অন্তর্ভুক্তির এই কর্মসূচি আগামী এক মাস ধরে চলবে।