মাগুরায় ঘরোয়া দাবা প্রতিযোগিতা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় দাবা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে ঘরোয়া দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে । মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় মাগুরা দাবা এসোসিয়েশন অব চেজ পেলেয়ার্স এ প্রতিযোগিতার আয়োজন করে। মাগুরা দাবা এসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাজমুস সাদাত বলেন,জেলায় দাবা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও পাকা খেলোয়াড় তৈরি লক্ষ্যে আমরা মাগুরা প্রেসক্লাবে সাপ্তাহিক দাবা খেলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাসিক ঘরোয়া দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় আজ শুক্রবার ৮টি গ্রæপে ভাগ হয়ে প্রতিযোগিতা চলছে। আমরা জেলায় ভালো দাবা খেলোয়ার তৈরিতে কাজ করছি। এরই আলোকে আগামী হবে দাবা টুর্ণামেন্ট। একটি ভালো দাবা খেলোয়াড় দেশ ও জাতির ভবিষ্য । আমরা প্রত্যন্ত অঞ্চল থেকেও ভালো দাবা খেলোয়াড় তৈরিতে মাঠ পর্যায়ে কাজ চলছে। দাবা খেলা পরিচালনা করেন ফয়সাল ও সুমন আহমেদ ।