1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

মাগুরায় কুমার নদে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

মহসিন মোল্যা, শ্রীপুর  প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মাগুরায় কুমার নদে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুরে কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ ৮০ বছর বয়স্ক সুষ্মিতা রানী সরকার নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৯ ঘন্টা পর খুলনা থেকে আসা চৌকস ডুবুরি দল তার মরদেহ উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি সারঙ্গদিয়া গরুর হাটের পাশে কুমার নদের ঘাটে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়িতে ফিরে না যাওয়াই স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনেরা কুমার নদের ঘাটে গিয়ে পানিতে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসমান অবস্থায় দেখতে পায়। অনেক খোঁজাখুঁজি পর তাকে না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে৷

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং