মাগুরায় ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
ঈদকে সামনে রেখে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতায় মাগুরা শহরের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
‘ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যমে’ স্লোগান নিয়ে মাগুরায় ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘মাগুরা জেলা প্রশাসন ও পরিবর্তনে আমরাই’ নামক সংগঠনের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবর্তনে আমরাই প্রতিষ্ঠাতা সভাপতি,
নাহিদুর রহমান দুর্জয়,অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক,মোঃ অহিদুল ইসলাম, উদ্বোধক ছিলেন: মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুনিরুল ইসলাম মঞ্জু।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মোঃ নাসির উদ্দীন, চিত্রশিল্পী আবুল কালাম আজাদ, চিত্রশিল্পী আশীষ রায়,চিত্রশিল্পী সুজল,চিত্রশিল্পী বিএম সজিব।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০জন অংশ নেয়।
‘পরিবর্তে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুল রহমান দুর্জয় বলেন, কালের পরিবর্তনে ঈদ কার্ডের প্রচলন সত্যিই হারিয়ে যাচ্ছে। আগের দিনে, হাতে লেখা ঈদ কার্ড পাঠানো ছিল এক ধরনের আবেগ, ভালোবাসা প্রকাশের একটা সুন্দর মাধ্যম। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো ছিল অনেক আনন্দের বিষয়।
কিন্তু এখন প্রযুক্তির এই যুগে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম মাধ্যমে ঈদ কার্ডের প্রচলন সত্যিই হারিয়ে যাচ্ছে।
এছাড়াও অংশগ্রহণকারী ২০০ জন প্রতিযোগী সবাইকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।