মাগুরা প্রতিনিধি :
মাগুরায় ইয়াবাসহ মোঃ জুয়েল খান নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। জুয়েল
মাগুরা পৌরসভার পারলা গ্রামের মৃত: হাফিজার খানের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পারলা খানপাড়া জামে মসজিদের পাশ থেকে এসআই মোঃ আসাদুজ্জামান মাসুম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করার সময় মোঃ জুয়েল খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়, তার দেহ তল্লাশি করে ১০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ মাগুরা সদর থানা এলাকায় মাদক সেবীদের নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।