
মাগুরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শনিবার ২২ ফেব্রুয়ারী সকালে স্থানীয় নোমান ময়দান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে। মাগুরা জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার সমাবেশে সভাপতিত্ব করেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএম, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, মোঃ নূরুল হাসান ফরিদী।বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান,সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা ব্যাটালিয়ন এ-র পরিচালক মোঃ এফতেখারুল ইসলাম, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ মাহমুদ, কুষ্টিয়ার জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সমাবেশে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা, মহম্মদ পুর উপজেলা, শালিখা উপজেলা ও মাগুরা সদর উপজেলার সদস্য এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে কোন নির্বাচনে আনসার সদস্যদের নিরপেক্ষ ভাবে কাজ করার আহবান জানান। তিনি নতুন বাংলাদেশ গঠনে আনসার বাহিনী মুক্তিযুদ্ধে যেমন ভুমিকা রেখে আনসার বাহিনীর জন্য্য গৌরব বয়ে এনেছিল তেমনি ভুমিকা রাখার আহবান জানান। পরে শান্তি শৃংখলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি সদস্যদের মধ্যে ৭০ জনকে সাইকেল, সেলাই মেশিন সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন।