বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে রোগীদের মাঝে খাবার বিতরণ
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
আজ ১ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১টায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা অসুস্থ রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে মোট ২৫০ জন রোগীকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক এম. বি. বাকের, পৌর আমীর অধ্যাপক আরশাফুল আলম, জেলা আফিস সেক্রেটারি খাইরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ রোগীদের সুস্থতার জন্য দোয়া করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী সমাজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারা।