1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে মাগুরায় গণকমিটির মানববন্ধন

মুন্সী জহুরুল ইসলাম , মাগুরা :
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

মুন্সী জহুরুল ইসলাম , মাগুরা :

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে গণকমিটি । বুধবার ( ১৬ অক্টোবর) দুপুরে গনকমিটি মাগুরা জেলা শাখার উদ্যোগে  শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

গণকমিটি মাগুরা শাখার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য মশিউর রহমান ও বাসারুল হায়দার বাচ্চু।

সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেল, ডিমসহ নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। অসহায় মানুষ আর্তনাদ করছে। প্রতি কেজি মিনিকেট নামের চাল ৭১-৭২ টাকা, আটাশ ৫৭-৫৮ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকা। ডিমের ডজন এখন ১৭০ থেকে ১৮০ টাকা। প্রতিটি ডিম ১৫টাকা। বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি এখন ২১০-২৩০ টাকা। মাছে ও সবজির দামও অনেক বেশি। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, নিত্যপণ্যের দাম কমাতে হবে। ছাত্র জনতার অনেক আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান। ব্যবস্থার বদল না হলে গণমানুষের বৈষম্যবিরোধী সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যাবে।

বক্তারা আরও বলেন, মাগুরা পৌরসভায় আধুনিক কোন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং নিম্নবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং