এল.এ. কেসের চেক বিতরণ:
৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৪:০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (চাঁদের হাট) এ জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে “বাংলাদেশ রেলওয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ৮২ টি এম.আই.সি.আর. চেকের মাধ্যমে ৩,৫৩,৬৪,৪৫৬.১১ টাকা এবং “মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বাঁক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্পের” আওতায় ০৫টি এম.আই.সি.আর. চেকের মাধ্যমে ৬০,০১,৪৪২.০৫ টাকা; মোট ৮৭টি চেকের মাধ্যমে ৪,১৩,৬৫,৮৯৮.১৬ টাকা বিতরণ করা হয়।