1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় না বললেন…. বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় না বললেন…. বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
“মুক্তির রাজপথ ইসলামী খেলাফত” এই স্লোগানকে সামনে রেখে এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে মাগুরায় ইসলামী খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
গণ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় না।
শাপলা চত্বরে স্বৈরাশাসক শেখ হাসিনার নেতৃত্বে যারা গণহত্যা চালিয়েছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং