আরাফাত রহমান কোকো' কে শহীদী মর্যাদা দিতে হবে বললেন- আলমগীর হাসান সোহান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সব্দালপুর বাজারের পাশে এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন।
খেলার উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলা শাখার সভাপতি সৈয়দ মাহাবুল আলী মিল্টন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মাগুরা সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজন আলী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক টুকু খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রঞ্জু আহম্মেদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল ইসলাম, উপজেলা ছাত্রদল ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক হাসান আলী, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, চঞ্চল হোসেনসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ।